বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০১২

কোন্ কোন্ ব্যক্তির জানাযা পড়া যাবে না?


প্রশ্ন  : কোন্ কোন্ ব্যক্তির জানাযা পড়া যাবে না?

উত্তর : যেকোন মুসলিম আহলে ক্বিবলার জানাযা পড়তে হবে (ইবনু মাজাহ
আহলে ক্বিবলার জানাযা পড়া অনুচ্ছেদ)। আত্মহত্যাকারীর জানাযা রাসূল (ছাঃ) পড়েননি (মুসলিম হা/৯৭৮, পৃঃ ৩০)। অতএব মসজিদের ইমাম বা বুযর্গ আলেম তার জানাযায় শরীক হবেন না। অন্যেরা ছালাত পড়াবেন (নাসাঈ হা/১৯৬৪)। আর এটি ছিল তাঁর পক্ষ হতে অন্যকে আদব শিখানোর জন্য (ইবনু মাজাহ হা/১৫২৬)।
উল্লেখ্য যে, দু
জনের জানাযা পড়া যরূরী নয়, তবে চাইলে পড়া যায়: শিশু এবং শহীদ। আল্লাহর রাসূল (ছাঃ) ওহোদ যুদ্ধের শহীদদের জানাযা পড়েননি (তিরমিযী হা/১০৩৬)। তিনি তাঁর ১৮ মাস বয়সী শিশুপুত্র ইবরাহীমের জানাযা পড়েননি (আবুদাঊদ হা/৩১৮৭)। তবে অন্য হাদীছে শিশুদের জানাযা পড়ার কথা এসেছে (তিরমিযী হা/১০৩১)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন