বুধবার, ২৫ জানুয়ারী, ২০১২

তিনটি জিনিস সর্বদা সাথে রাখা সুন্নাত।


প্রশ্ন  : তিনটি জিনিস সর্বদা সাথে রাখা সুন্নাত। চিরুনী, আতর ও মিসওয়াক। উক্ত কথার দলীল জানতে চাই।

উত্তর : উক্ত তিনটি বস্তু সর্বদা সাথে রাখা সুন্নাত, এ কথার কোন দলীল পাওয়া যায় না। তবে এগুলি অত্যন্ত তাকীদকৃত সুন্নাতের অন্তর্ভুক্ত। যেমন (১) রাসূলুল্লাহ (ছাঃ)-এর অতি প্রিয় বস্তু সমূহের মধ্যে অন্যতম ছিল
আতর (আহমাদ, নাসাঈ, মিশকাত হা/৫২৬১ রিক্বাক্ব অধ্যায়)। (২) তিনি সর্বদা ঘুম থেকে উঠে ওযূ করার সময় মিসওয়াক করতেন (আবুদাঊদ, মিশকাত হা/৩৮৩)। (৩ তিনি সর্বদা চুল আঁচড়াতেন। তিনি বলেন, যার মাথায় চুল আছে, সে যেন তার সম্মান করে (আবুদাঊদ, মিশকাত হা/৪৪৫০ হাদীছ ছহীহ)। সুতরাং উপরোক্ত তিনটি বস্তু প্রয়োজনীয় হিসাবে সর্বদা সাথে রাখা যায়। তাছাড়া এর মধ্যে অনেক স্বাস্থ্যগত উপকার রয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন