মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১১

মসজিদে প্রথম জামা‘আত হয়ে গেলে পরের মুছল্লীরা জামা‘আত


প্রশ্ন  : মসজিদে প্রথম জামাআত হয়ে গেলে পরের মুছল্লীরা জামাআত করে ছালাত আদায় করতে পারবে কি? এই জামাআতের সময় এক্বামত দেওয়া যাবে কি?
 
উত্তর : জামা
আতের পরে আসা মুছল্লীরা এক্বামত দিয়ে জামাআতের সাথে ছালাত আদায় করতে পারবে। আবু সাঈদ খুদরী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) একবার জনৈক মুছল্লীকে একাকী ছালাত আদায় করতে দেখে বলেন, কে আছ এই ব্যক্তিকে ছাদাক্বা দিতে পারে, অর্থাৎ তার সাথে ছালাত আদায় করতে পারে? (আবুদাঊদ হা/৫৭৪ এক মসজিদে দুবার জামাআত করা অনুচ্ছেদ-৫৬; মিশকাত হা/১১৪৬)। অন্য হাদীছে রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, একজনের সাথে আরেকজন ছালাত আদায় করা অধিক উত্তম একাকী ছালাত আদায়ের চাইতে এবং এক জনের সাথে দুজন ছালাত আদায় করা আরও উত্তম। এভাবে মুছল্লী সংখ্যা যত বেশী হবে, ততই তা আল্লাহর নিকটে প্রিয়তর হবে (আবু দাঊদ হা/৫৫৪ জামাআতে ছালাতের ফযীলত অনুচ্ছেদ-৪৮)। এই সময় এক্বামত দিয়ে জামাআত শুরু করতে হবে (মুসলিম, মিশকাত হা/৬৮৪)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন