প্রশ্ন : বাংলাদেশের কোন ব্যাংক কি পরিপূর্ণভাবে শরী‘আত
অনুসরণ করছে? বর্তমান ব্যাংকিং সিস্টেম কি শরী‘আত
সম্মত? এতে সঞ্চয় করা কি বৈধ?
উত্তর : বাংলাদেশে সরকারীভাবে সূদী অর্থনীতি অনুসরণ করা হয়। এখানকার ব্যাংক ব্যবস্থা পুরাপুরি সূদ ভিত্তিক। ইসলামী ব্যাংক ও বীমাগুলি সূদমুক্ত বলে দাবী করা হয়। ‘কিন্তু সেগুলি পুরাপুরি শারী‘আহ ভিত্তিক করা সম্ভব নয় বলে অভিজ্ঞমহলের বিশ্বাস। কেননা রাষ্ট্রীয় অর্থনীতি হ’ল সূদ ভিত্তিক এবং পুঁজিবাদী। তাই ইসলামী ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান সমূহের যেমন রয়েছে নিজস্ব সীমাবদ্ধতা, তেমনি রয়েছে নানা আইনী প্রতিবন্ধকতা’ (শাহ মুহাম্মাদ হাবীবুর রহমান, সূদ (২য় সংস্করণ পৃঃ ৪৮-৪৯)। অতএব বাধ্যগত কারণে এসব ব্যাংকে সঞ্চয় করলেও লাভের টাকা দান করে দেওয়া উত্তম।
উত্তর : বাংলাদেশে সরকারীভাবে সূদী অর্থনীতি অনুসরণ করা হয়। এখানকার ব্যাংক ব্যবস্থা পুরাপুরি সূদ ভিত্তিক। ইসলামী ব্যাংক ও বীমাগুলি সূদমুক্ত বলে দাবী করা হয়। ‘কিন্তু সেগুলি পুরাপুরি শারী‘আহ ভিত্তিক করা সম্ভব নয় বলে অভিজ্ঞমহলের বিশ্বাস। কেননা রাষ্ট্রীয় অর্থনীতি হ’ল সূদ ভিত্তিক এবং পুঁজিবাদী। তাই ইসলামী ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান সমূহের যেমন রয়েছে নিজস্ব সীমাবদ্ধতা, তেমনি রয়েছে নানা আইনী প্রতিবন্ধকতা’ (শাহ মুহাম্মাদ হাবীবুর রহমান, সূদ (২য় সংস্করণ পৃঃ ৪৮-৪৯)। অতএব বাধ্যগত কারণে এসব ব্যাংকে সঞ্চয় করলেও লাভের টাকা দান করে দেওয়া উত্তম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন