প্রশ্ন
: সঊদী আরবের লোকেরা বিতর ছালাত পড়ার সময়
প্রথমে দু’রাক‘আত
আদায় করে তাশাহ্হুদ পড়ে এবং সালাম ফিরায়। অতঃপর এক রাক‘আত
পড়ে এবং দো‘আ কুনূতসহ দীর্ঘক্ষণ ধরে অন্যান্য দো‘আ
পড়ে। উক্ত নিয়মের প্রমাণ জানিয়ে বাধিত করবেন।
উত্তর : রাসূল (ছাঃ) রাতের ছালাত দু‘রাক‘আত দু‘রাক‘আত করে আদায় করে এক রাক‘আত দ্বারা বিতর করতেন (তিরমিযী হা/৪৬১)। অতএব ২+২ করে দশ রাক‘আত, অতঃপর এক রাক‘আত বিতর। সঊদীদের আমলকে এ হাদীছের অন্তর্ভুক্ত করা যায়। হাসান বাছরীকে জিজ্ঞেস করা হ’ল যে, ইবনু ওমর (রাঃ) বিতর ছালাতের ২য় রাক‘আতে সালাম ফিরাতেন। জবাবে তিনি বলেন, ওমর (রাঃ) তার চাইতে অধিক ফক্বীহ ছিলেন। তিনি তাকবীর দিয়ে ৩য় রাক‘আতে উঠে যেতেন। আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) তিন রাক‘আত বিতর পড়তেন এবং শেষে ব্যতীত সালাম, ফিরাতেন না। এটা হ’ল খলীফা ওমর (রাঃ)-এর বিতর এবং মদীনাবাসী সেটাই আমল করেন’ (হাকেম ১/৩০৪; বায়হাক্বী ৩/২৮)।
উত্তর : রাসূল (ছাঃ) রাতের ছালাত দু‘রাক‘আত দু‘রাক‘আত করে আদায় করে এক রাক‘আত দ্বারা বিতর করতেন (তিরমিযী হা/৪৬১)। অতএব ২+২ করে দশ রাক‘আত, অতঃপর এক রাক‘আত বিতর। সঊদীদের আমলকে এ হাদীছের অন্তর্ভুক্ত করা যায়। হাসান বাছরীকে জিজ্ঞেস করা হ’ল যে, ইবনু ওমর (রাঃ) বিতর ছালাতের ২য় রাক‘আতে সালাম ফিরাতেন। জবাবে তিনি বলেন, ওমর (রাঃ) তার চাইতে অধিক ফক্বীহ ছিলেন। তিনি তাকবীর দিয়ে ৩য় রাক‘আতে উঠে যেতেন। আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) তিন রাক‘আত বিতর পড়তেন এবং শেষে ব্যতীত সালাম, ফিরাতেন না। এটা হ’ল খলীফা ওমর (রাঃ)-এর বিতর এবং মদীনাবাসী সেটাই আমল করেন’ (হাকেম ১/৩০৪; বায়হাক্বী ৩/২৮)।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন