শনিবার, ৩ ডিসেম্বর, ২০১১

ফজরের ছালাতের পর ‘হুওয়াল হাইয়ুল ক্বাইয়ূম’ ও ‘হুওয়ার রাহমানুর রাহীম’


প্রশ্ন  : অনেককে ফজরের ছালাতের পর হুওয়াল হাইয়ুল ক্বাইয়ূমহুওয়ার রাহমানুর রাহীম ১০০ বার করে পাঠ করতে দেখা যায়। এ সম্পর্কে শরীআতের দলীল জানতে চাই।

উত্তর : উল্লেখিত বাক্যাংশ দু
টি যথাক্রমে সূরা আলে ইমরান ২ ও বাক্বারাহ ১৬৩নং আয়াতের অংশ। যা নির্দিষ্টভাবে ফজর ছালাতের পর ১০০ বার করে পাঠ করার ব্যাপারে কোন প্রমাণ পাওয়া যায় না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন