প্রশ্ন : আমাদের এলাকায় তাবলীগ জামাতের মহিলারা একটি
স্থানকে নির্দিষ্ট করে সেখানে মহিলাদের তা‘লীম
দেয় এবং বলে যে, এই অনুষ্ঠান জান্নাতের বাগান স্বরূপ। ফেরেশতারা এখানে নূরের পাখা
বিছিয়ে রেখেছে এবং তারা আপনাদের ছবি তুলে নিয়েছে। এ সকল বৈঠকে যাওয়া যাবে কি?
উত্তর : তাবলীগ জামা‘আত একটি বিদ‘আতী দল। এ দলের সাথে বের হওয়া এবং তাদের কোন অনুষ্ঠানে অংশ গ্রহণ করা যাবে না। তাদেরকে প্রশ্রয়ও দেয়া যাবে না। কারণ বিদ‘আতীদেরকে প্রশ্রয় দিতে রাসূল (ছাঃ) কঠোরভাবে নিষেধ করেছেন (বুখারী হা/৩১৮০)। তারা বানোয়াট কিচ্ছা-কাহিনী এবং বানোয়াট হাদীছ বর্ণনা করে থাকে। আবার উপস্থাপনের সময় বানোয়াটকে সুন্দর করে প্রচার করে। কুরআনের আয়াত এবং ছহীহ হাদীছের অনুবাদগুলোও ঘুরিয়ে করে। অথচ হাদীছে এসেছে যে, যে ব্যক্তি রাসূল (ছাঃ)-এর উপর মিথ্যারোপ করল সে তার স্থান জাহান্নামে বানিয়ে নিল (ছহীহ তিরমিযী হা/২৬৫৯, ২৬৬০, ২৬৬৯)। অতএব এদের থেকে সাবধান হতে হবে অন্যদেরও সাবধান করতে হবে।
উত্তর : তাবলীগ জামা‘আত একটি বিদ‘আতী দল। এ দলের সাথে বের হওয়া এবং তাদের কোন অনুষ্ঠানে অংশ গ্রহণ করা যাবে না। তাদেরকে প্রশ্রয়ও দেয়া যাবে না। কারণ বিদ‘আতীদেরকে প্রশ্রয় দিতে রাসূল (ছাঃ) কঠোরভাবে নিষেধ করেছেন (বুখারী হা/৩১৮০)। তারা বানোয়াট কিচ্ছা-কাহিনী এবং বানোয়াট হাদীছ বর্ণনা করে থাকে। আবার উপস্থাপনের সময় বানোয়াটকে সুন্দর করে প্রচার করে। কুরআনের আয়াত এবং ছহীহ হাদীছের অনুবাদগুলোও ঘুরিয়ে করে। অথচ হাদীছে এসেছে যে, যে ব্যক্তি রাসূল (ছাঃ)-এর উপর মিথ্যারোপ করল সে তার স্থান জাহান্নামে বানিয়ে নিল (ছহীহ তিরমিযী হা/২৬৫৯, ২৬৬০, ২৬৬৯)। অতএব এদের থেকে সাবধান হতে হবে অন্যদেরও সাবধান করতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন