সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১১

দ্রাঘিমা রেখা ও অক্ষাংশ রেখার দূরত্বের কারণে এক সঙ্গে দিবা-রাত্রি

প্রশ্ন  :  দ্রাঘিমা রেখা ও অক্ষাংশ রেখার দূরত্বের কারণে এক সঙ্গে দিবা-রাত্রি হয় না। বাংলাদেশের বিপরীত স্থান চিলি। বাংলাদেশে সন্ধ্যা হলে চিলিতে সকাল হয়। তাহলে লায়লাতুল ক্বদর, প্রতি রাত্রে আল্লাহর নিম্ন আকাশে অবতরণ, আরবী তারিখের পরিবর্তন ইত্যাদির ব্যাখ্যা কিভাবে দেওয়া যাবে?
 
উত্তর : যখন যেখানে রাত হয় তখন সেখানে তিনি প্রথম আসমানে নেমে আসেন। কিভাবে তিনি আসেন সেটা আল্লাহই ভাল জানেন। আল্লাহর পক্ষে সবই সম্ভব। লায়লাতুল ক্বদরকে নির্ধারণ করেন আল্লাহ, সময়ের পার্থক্যও করেন তিনিই। কিছু এলাকা আছে যেখানে ছয় মাস সূর্য ডুবে না, আবার ছয় মাস সূর্য উঠে না। এ এলাকাগুলোতে ছালাত-ছিয়াম কিভাবে আদায় করতে হবে, তা রাসূল (ছাঃ) বলে গেছেন। দাজ্জাল সম্পর্কে বর্ণিত হাদীছে তিনি বলেছেন,
ولكن أقدروا له অর্থাৎ তোমরা তখন দিন ও রাতের সময় পরিমাপ করে ছালাত আদায় করবে (তিরমিযী হা/২২৪০)
আরবী তারিখের বিভিন্নতার কারণ চাঁদ দেখা আর না দেখার সাথে সম্পৃক্ত। সিরিয়ার চাঁদ দেখা মদীনার জন্য যথেষ্ট মনে করেননি ইবনু আববাস (রাঃ)। সুতরাং চাঁদের উদয়স্থল (
مطلع) অনুযায়ী আরবী মাসের গণনা স্ব স্ব দেশ অনুযায়ী হবে (মুসলিম হা/২৫৮০) 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন