বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১১

মৃত ব্যক্তির উদ্দেশ্যে কুরআন খতম করে দো’আর অনুষ্ঠান করা যাবে কি?


প্রশ্ন  : মৃত ব্যক্তির উদ্দেশ্যে কুরআন খতম করে দোআর অনুষ্ঠান করা যাবে কি?

উত্তর : যাবে না। কেননা মৃতের জন্য এরূপ আমল রাসূল (ছাঃ), ছাহাবায়ে কেরাম ও তাবেঈগণ থেকে প্রমাণিত নয়। মৃতের জন্য দো
আ করা ও ছাদাক্বা করা যাবে (বুখারী, মিশকাত হা/১৯৫০; ফিক্বহুস সুন্নাহ ১/৩৯০)। উল্লেখ্য যে, মৃত ব্যক্তির নামে প্রচলিত কুলখানী, চেহলাম, দোআর অনুষ্ঠান ইত্যাদি বিদ‘আত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন