শনিবার, ৩ ডিসেম্বর, ২০১১

পুরাতন কবরে লাশ দাফন করলে কবরের আযাব হবে না


প্রশ্ন  : অনেকে বলেন, পুরাতন কবরে লাশ দাফন করলে কবরের আযাব হবে না এবং তার কোন হিসাব-নিকাশও হবে না। কারণ পূর্বে যে ঐ কবরে ছিল সে তো হিসাব দিয়েই দিয়েছে। উক্ত কথাটি কি ঠিক?

উত্তর : উক্ত বক্তব্য ভিত্তিহীন। কেননা এক কবরে একাধিক ব্যক্তির দাফন হ
তে পারে। তাছাড়া প্রত্যেকের হিসাব পৃথক হবে। যেমন আল্লাহ বলেন, প্রত্যেক ব্যক্তিই স্বীয় কৃতকর্মের জন্য দায়ী হবে। কেউ কারু বোঝা বহন করবে না। অতঃপর তোমরা সবাই তোমাদের প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন করবে। অতঃপর তিনি তোমাদেরকে অবহিত করবেন ঐসব বিষয়ে যেসব বিষয়ে তোমরা মতভেদ করতে (আন‘আম ১৬৪)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন