রবিবার, ২০ মার্চ, ২০১১

প্রখর রৌদ্রের কারণে ঈদের মাঠে সামিয়ানা টানানো যাবে কি?


প্রশ্ন : প্রখর রৌদ্রের কারণে ঈদের মাঠে সামিয়ানা টানানো যাবে কি?

উত্তর: এর কোন দলীল নেই। রাসূলুল্লাহ (ছা:) যে সময়ে ঈদের ছালাত আদায় করতেন সে সময়ে আদায় করলে সামিয়ানার প্রয়োজন হয় না। কারণ তিনি ঈদুল আযহায় সূর্য এক নেযা বা সাড়ে ৬ হাত উপরে উঠার পরে এবং ঈদুল ফিতরে দুই নেযা উপরে উঠলে ঈদের ছালাত শুরু করতেন (আবুদাঊদ, ফিকহুস সুন্নাহ ১/২৩৮)।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন