মঙ্গলবার, ১ মার্চ, ২০১১

এশার ছালাতের পর বিতর পড়লে শেষ রাতে তাহাজ্জুদ পড়ার পর পুনরায় বিতর পড়তে হবে কি?


প্রশ্ন : এশার ছালাতের পর বিতর পড়লে শেষ রাতে তাহাজ্জুদ পড়ার পর পুনরায় বিতর পড়তে হবে কি?

উত্তর: পুনরায় বিতর পড়তে হবে না। কারণ রাসূলুল্লাহ (ছা:) বলেছেন, এক রাতে দুবিত্র নেই (ছহীহ্ তিরমিযী হা/৪৭০; ছহীহ্ আবুদাঊদ হা/১৪৩৯)। তবে যিনি তাহা্জ্জুদের ছালাত নিয়মিত আদায় করেন তিনি প্রথম রাতে বিত্র আদায় না করে তাহাজ্জুদ শেষে বিত্র আদায় করবেন (মুসলিম, মিশকাত হা/১২৬০)। উল্লেখ্য, পূর্বে আদায় করা বিতরকে আরেক রাকআত আদায়ের মাধ্যমে জোড় বানানো সঠিক নয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন