বুধবার, ১৭ আগস্ট, ২০১১

মেডিসিনের সাহায্যে নারীদের সুন্দর হওয়া


প্রশ্ন  : মেডিসিনের সাহায্যে নারীদের সুন্দর হওয়া কি জায়েয?

উত্তর : যে কোন বৈধ বস্তু ব্যবহার করে নারীরা সুন্দরী হওয়ার চেষ্টা করতে পারে। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, পুরুষের সুগন্ধি হচ্ছে যার গন্ধ প্রকাশ পায় কিন্তু রং গোপন থাকে। আর নারীদের সৌন্দর্য হচ্ছে যার রং প্রকাশ পায় কিন্তু সুগন্ধি গোপন থাকে (নাসাঈ, মিশকাত হা/৪৪৪৩)। তবে সৃষ্টির পরিবর্তন ঘটাতে পারবে না। যেমন ভ্রূ তোলা যাবে না, দাঁত চিকন করা যাবে না, সাদা চুল ও দাড়ি কালো করা যাবে না ইত্যাদি। কেননা এতে সৃষ্টির ও আকৃতির পরিবর্তন ঘটে, যা হারাম (মুসলিম, মিশকাত হা/৪৪৩১)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন