প্রশ্ন : একজন পরীক্ষার্থী পরীক্ষার সময় কিভাবে ছালাত আদায় করবে? ২ টা হতে পরীক্ষা শুরু হলে বাসায় এসে আছর ছালাত আদায় করার সময় থাকে না। এ অবস্থায় করণীয় কী?
উত্তর : এমতাবস্থায় পরীক্ষা শুরুর আগে সুন্নাত ছাড়াই কেবল যোহর ও আছর দু’এক্বামতে ৪+৪ রাক‘আত (ثمانيًا) জমা করবে (মুত্তাফাক্ব আলাইহ, নায়লুল আওত্বার ৪/১৩৬; বুখারী হা/৫৪৩, ৫৬২, ১১৭৪ ‘ফরযের পরে সুন্নাত-নফল না পড়া’ অনুচ্ছেদ; মুসলিম হা/১৬৩৪-৩৫ ‘দুই ওয়াক্তের ছালাত জমা করা’ অনুচ্ছেদ, নাসাঈ হা/৫৮৯-৯০; ফাৎহ হা/৫৪৩-এর ব্যাখ্যা)।
উত্তর : এমতাবস্থায় পরীক্ষা শুরুর আগে সুন্নাত ছাড়াই কেবল যোহর ও আছর দু’এক্বামতে ৪+৪ রাক‘আত (ثمانيًا) জমা করবে (মুত্তাফাক্ব আলাইহ, নায়লুল আওত্বার ৪/১৩৬; বুখারী হা/৫৪৩, ৫৬২, ১১৭৪ ‘ফরযের পরে সুন্নাত-নফল না পড়া’ অনুচ্ছেদ; মুসলিম হা/১৬৩৪-৩৫ ‘দুই ওয়াক্তের ছালাত জমা করা’ অনুচ্ছেদ, নাসাঈ হা/৫৮৯-৯০; ফাৎহ হা/৫৪৩-এর ব্যাখ্যা)।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন