সোমবার, ২৯ আগস্ট, ২০১১

প্রত্যেক ছালাতের পর আয়াতুল কুরসী


প্রশ্ন  : প্রত্যেক ছালাতের পর আয়াতুল কুরসী পড়ার হাদীছটিকে মিশকাতে যঈফ বলা হয়েছে। তাহলে আমরা এর প্রতি আমল করি কেন?

উত্তর : মিশকাতে উদ্ধৃত আলী কর্তৃক বর্ণিত বায়হাক্বীর উক্ত হাদীছটি যঈফ, যা মিশকাতেই বলে দেওয়া হয়েছে
(বায়হাক্বী, শুআবুল ঈমান, মিশকাত হা/৯৭৪; সিলসিলা যঈফাহ হা/৬১৭৪)। তবে পৃথক সনদে নাসাঈ কুবরাতে ও ছহীহ ইবনে হিববানে আবু উমামা থেকে ছহীহ সনদে হাদীছটি বর্ণিত হয়েছে (নাসাঈ কুবরা হা/৯৯২৮; বিস্তারিত দ্রঃ সিলসিলা ছহীহাহ হা/৯৭২)। আর সেটা হল- যে ব্যক্তি প্রত্যেক ফরয ছালাতের পর আয়াতুল কুরসী পাঠ করবে তাকে জান্নাতে প্রবেশ করাতে মৃত্যু ছাড়া আর কিছুই বাধা দিবে না

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন