প্রশ্ন : বাথরুমে নাকি আল্লাহর নাম স্মরণ করা যায় না। কিন্তু এখন প্রায়ই বাথরুমে ওযূ-গোসল করতে হয়। এ সময় ‘বিসমিল্লাহ’ বলে ওযূ করা যাবে কি?
উত্তর : বাথরুমে ‘বিসমিল্লাহ’ বলা যাবে না এমনটি নয়। বরং পেশাব-পায়খানা করা অবস্থায় কোন ইবাদত করা যাবে না। এ অবস্থায় রাসূলুল্লাহ (ছাঃ)-কে কেউ সালাম দিলে তিনি উত্তর দিতেন না। তিনি প্রয়োজন সেরে উঠে পরে উত্তর দিতেন (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৫৩৫)। বাথরুমে ওযূ করলে ‘বিসমিল্লাহ’ বলেই ওযূ করতে হবে। কারণ ‘বিসমিল্লাহ’ ছাড়া ওযূ হয় না (তিরমিযী, মিশকাত হা/৪০২)।
উত্তর : বাথরুমে ‘বিসমিল্লাহ’ বলা যাবে না এমনটি নয়। বরং পেশাব-পায়খানা করা অবস্থায় কোন ইবাদত করা যাবে না। এ অবস্থায় রাসূলুল্লাহ (ছাঃ)-কে কেউ সালাম দিলে তিনি উত্তর দিতেন না। তিনি প্রয়োজন সেরে উঠে পরে উত্তর দিতেন (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৫৩৫)। বাথরুমে ওযূ করলে ‘বিসমিল্লাহ’ বলেই ওযূ করতে হবে। কারণ ‘বিসমিল্লাহ’ ছাড়া ওযূ হয় না (তিরমিযী, মিশকাত হা/৪০২)।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন