সোমবার, ২৯ আগস্ট, ২০১১

আমরা জানি, আবাবীল নামক পাখির


প্রশ্ন  :আমরা জানি, আবাবীল নামক পাখির মাধ্যমে আল্লাহ আবরাহা ও তার সৈন্য বাহিনীকে ধ্বংস করেছিলেন। কিন্তু জনৈক মাওলানা খুৎবায় বলেন, উক্ত কথা সঠিক নয়। এখানে আবাবীল অর্থ ঝাঁকে ঝাঁকে। উক্ত দাবীর সত্যতা সম্পর্কে জানতে চাই।

উত্তর : আপনার জানাটা ভুল এবং উক্ত মাওলানার দাবীই সঠিক।
আবাবীল শব্দটি বহুবচন। এর অর্থ ঝাঁকে ঝাঁকে, পাখির দল। উক্ত পাখির কোন নাম উল্লেখ নেই। এই পাখি আল্লাহ প্রেরিত গযবের পাখি, যা আরবরা পূর্বে বা পরে কখনো দেখেনি (তাফসীরে কুরতুবী ২০/১৩৫)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন