মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১১

এমন কোন আমল আছে কি যা করলে আমি


প্রশ্ন  : এমন কোন আমল আছে কি যা করলে আমি কবরের চাপ থেকে মুক্তি পাব?

উত্তর : এজন্য সর্বাগ্রে শিরক মুক্ত হ
তে হবে এবং শরীআত অনুমোদিত নেক আমল করতে হবে (কাহফ ১১০)। কবরের শাস্তি থেকে বাঁচার জন্য নির্দিষ্ট কোন আমল নেই। নবী করীম (ছাঃ) কবরের শাস্তি থেকে বাঁচার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন দোআ পড়তেন। আয়েশা (রাঃ) বলেন, নবী করীম (ছাঃ) ছালাত হতে সালাম ফেরানোর পূর্বে চারটি বস্তু হতে পরিত্রাণ চাইতেন। তার একটি হচ্ছে কবরের শাস্তি (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/১২৮), যা ছালাতের শেষ বৈঠকে পড়া হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন