প্রশ্ন : সূরা আহযাব-এর ৪০ নং আয়াতের ব্যাখ্যা জানিয়ে বাধিত করবেন।
উত্তর : অনুবাদ: হে জনগণ মুহাম্মাদ তোমাদের পুরুষদের মধ্যে কারো পিতা নন, বরং সে আল্লাহর রাসূল ও সর্বশেষ নবী। আর আল্লাহ সর্ব বিষয়ে জ্ঞানী’ (আহযাব ৪০)। নবী করীম (ছাঃ) পুত্রবধুকে বিবাহ করেছিলেন বলে যে আপত্তি তোলা হয়েছিল অত্র আয়াতে তার সমাধান দেয়া হয়েছে। আল্লাহ যেসব নারীকে বিবাহ করা হারাম বলেছেন, পুত্রবধু তাদের অন্যতম। তাহ’লে নবী করীম (ছাঃ) কিভাবে পুত্রবধুকে বিবাহ করতে পারেন? এ কথার উত্তরে আল্লাহ বলেন যে, মুহাম্মাদ যায়েদ-এর পিতা নন এবং যায়েদ-এর পরিত্যক্তা স্ত্রী মুহাম্মাদ-এর পুত্রবধু নয়। কাজেই সে রাসূল (ছাঃ)-এর জন্য হারাম ছিল না।
উত্তর : অনুবাদ: হে জনগণ মুহাম্মাদ তোমাদের পুরুষদের মধ্যে কারো পিতা নন, বরং সে আল্লাহর রাসূল ও সর্বশেষ নবী। আর আল্লাহ সর্ব বিষয়ে জ্ঞানী’ (আহযাব ৪০)। নবী করীম (ছাঃ) পুত্রবধুকে বিবাহ করেছিলেন বলে যে আপত্তি তোলা হয়েছিল অত্র আয়াতে তার সমাধান দেয়া হয়েছে। আল্লাহ যেসব নারীকে বিবাহ করা হারাম বলেছেন, পুত্রবধু তাদের অন্যতম। তাহ’লে নবী করীম (ছাঃ) কিভাবে পুত্রবধুকে বিবাহ করতে পারেন? এ কথার উত্তরে আল্লাহ বলেন যে, মুহাম্মাদ যায়েদ-এর পিতা নন এবং যায়েদ-এর পরিত্যক্তা স্ত্রী মুহাম্মাদ-এর পুত্রবধু নয়। কাজেই সে রাসূল (ছাঃ)-এর জন্য হারাম ছিল না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন