শনিবার, ২৭ আগস্ট, ২০১১

তাবলীগ জামাতের লোকেরা বলে,


প্রশ্ন  :তাবলীগ জামাতের লোকেরা বলে, জীবনে অন্তত তিন চিল্লা দিতে হবে। এ সময় আহল-পরিবার ছেড়ে যেতে হয়। এভাবে চিল্লা দেয়া কি জায়েয?

উত্তর : চিল্লায় যাওয়া যাবে না। রাসূলুল্লাহ (ছাঃ) ও ছাহাবায়ে কেরাম সবচেয়ে বেশী দাওয়াতী কাজ করেছেন কিন্তু তারা চিল্লা নামে ৪০ দিনের কোন সীমা নির্ধারণ করেছেন মর্মে দলীল পাওয়া যায় না। অনুরূপভাবে তিন চিল্লা, বছর চিল্লা, জীবন চিল্লারও কোন অস্তিত্ব নেই। এ ধরনের বিদ
আতী দল সমূহের প্রচারণার অধিকাংশই মিথ্যা ও জাল, যা থেকে বেঁচে থাকা যরূরী। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, কেউ যদি আমার উপর ইচ্ছাকৃতভাবে মিথ্যারোপ করে. তাহলে তার ঠিকানা হল জাহান্নাম (বুখারী, মিশকাত হা/১৯৮)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন