মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১১

আমাদের কাছে একটি প্রচার পত্র এসেছে


প্রশ্ন  : আমাদের কাছে একটি প্রচার পত্র এসেছে যাতে তিন ওয়াক্ত ছালাতের দাবী করা হয়েছে। পাঁচ ওয়াক্ত ছালাত নাকি নেই। বিষয়টি জানতে চাই।

উত্তর : উক্ত দাবী ভ্রান্ত ও মিথ্যা। এক শ্রেণীর অজ্ঞ ও পথভ্রষ্ট লোকেরা এই দাবী করে থাকে। যারা এদের কথা মেনে নেয় তারা মুসলমান থাকতে পারে না। কারণ আল্লাহ তা
আলা বলেন, রাসূল যা দিয়েছেন তা তোমরা গ্রহণ কর। আর তিনি যা নিষেধ করেছেন তা বর্জন কর (হাশর ৭)। অগণিত ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত যে, রাসূলুল্লাহ (ছাঃ) পাঁচ ওয়াক্ত ছালাত আদায় করতেন এবং ছাহাবীগণ পাঁচ ওয়াক্ত ছালাত পড়তেন। কাজেই ঐসব ধর্মত্যাগী মহল থেকে সাবধান থাকুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন