সোমবার, ১ আগস্ট, ২০১১

আমি যদি ঐ জমিতে যাই তাহ’লে


প্রশ্ন  : বাড়ী করার জন্য পিতা-মাতা আমাকে একখন্ড জমি দান করেন। কিন্তু আমি ভাইদের সাথে ঝগড়ার এক পর্যায়ে বলে ফেলি যে, আমি যদি ঐ জমিতে যাই তাহলে মুসলিম থেকে খারিজ হয়ে যাব। এখন ঐ জমিতে যেতে আমার করণীয় কি?

উত্তর : পিতা-মাতা কোন ছেলেকে এককভাবে অধিক সম্পদ দিতে পারবেন না। বরং সবাইকে সমানভাবে দিতে হবে (বুখারী হা/২৫৮৬-৮৭
হেবা ও তার ফযীলত অধ্যায়)। অতঃপর বর্তমান অবস্থায় খালেছ অন্তরে তওবা করতে হবে এবং কসম ভঙ্গের কাফফারা দিতে হবে (মুসলিম শপথ অধ্যায়, হা/১২ (১৬৫০)। কসম ভঙ্গের কাফফারা হল দশজন মিসকীনকে মধ্যম মানের খাদ্য খাওয়ানো। অথবা তাদের কাপড় দান করা কিংবা একটি দাস মুক্ত করা। এতে অসমর্থ হলে তিন দিন ছিয়াম পালন করা (মায়েদাহ ৮৯)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন