প্রশ্ন : আমি বড় ছেলের কথা শুনে ত্রাণ আত্মসাৎ করেছি, জমি লুটপাট করেছি এবং দুর্বলদের উপর অত্যাচার করেছি। এখন সমাজের লোকেরা আমাকে সমাজ থেকে বহিষ্কার করেছে। সূরা মায়েদার ৩৩নং আয়াত অনুযায়ী আমাকে বহিষ্কার করা ঠিক হয়েছে কি?
উত্তর : বক্তব্য সঠিক হ’লে ছেলে সহ প্রশ্নকারীর কঠিন শাস্তি হওয়া আবশ্যক। যা সূরা মায়েদার ৩৩ নং আয়াতে বর্ণিত হয়েছে। অনুবাদ : ‘যারা আল্লাহ এবং তাঁর রাসূলের সাথে লড়াই করে এবং পৃথিবীতে বির্পযয় সৃষ্টি করে বেড়ায় তাদের জন্য নির্ধারিত শাস্তি এই যে, তাদেরকে হত্যা করা হবে, কিংবা শুলে চড়ানো হবে, অথবা তাদের হাত ও পা উল্টা দিক হতে কেটে ফেলা হবে। কিংবা দেশ হতে নির্বাসিত করা হবে। তাদের জন্য এ দুনিয়ায় অপমান ও লাঞ্ছনা। আর পরকালে রয়েছে এর চেয়ে কঠিন শাস্তি’ (মায়েদাহ ৩৩)।
উত্তর : বক্তব্য সঠিক হ’লে ছেলে সহ প্রশ্নকারীর কঠিন শাস্তি হওয়া আবশ্যক। যা সূরা মায়েদার ৩৩ নং আয়াতে বর্ণিত হয়েছে। অনুবাদ : ‘যারা আল্লাহ এবং তাঁর রাসূলের সাথে লড়াই করে এবং পৃথিবীতে বির্পযয় সৃষ্টি করে বেড়ায় তাদের জন্য নির্ধারিত শাস্তি এই যে, তাদেরকে হত্যা করা হবে, কিংবা শুলে চড়ানো হবে, অথবা তাদের হাত ও পা উল্টা দিক হতে কেটে ফেলা হবে। কিংবা দেশ হতে নির্বাসিত করা হবে। তাদের জন্য এ দুনিয়ায় অপমান ও লাঞ্ছনা। আর পরকালে রয়েছে এর চেয়ে কঠিন শাস্তি’ (মায়েদাহ ৩৩)।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন