বুধবার, ১৭ আগস্ট, ২০১১

উক্ত দো‘আ পড়ার কোন দলীল আছে কি?


প্রশ্ন  : اللهم صمت لك وتوكلت على رزقك  وأفطرت برحمتك يا أرحم الراحمين      উক্ত দো‘আ পড়ার কোন দলীল আছে কি?

উত্তর : উক্ত দো‘আ ভিত্তিহীন ও বানোয়াট। মোল্লা আলী ক্বারী হানাফী (রহঃ) বলেন, এটি মানুষের মুখের প্রচলিত কথা মাত্র। এর কোন ভিত্তি নেই (মিরক্বাতুল মাফাতীহ ৬/৩০৪ পৃঃ)। এছাড়া কোন কোন স্থানে নিম্নোক্ত দো‘আটিও চালু আছে-
باسم الله والحمد لله اللهم لك صمت وعلى رزقك أفطرت وعليك توكلت سبحانك وبحمدك تقبله مني إنك أنت السميع العليم-
কিন্তু উক্ত মর্মে বর্ণিত হাদীছটিও মুনকার, যা অগ্রহণযোগ্য। (সিলসিলা যঈফাহ হা/৬৯৯৬)। তাছাড়াও ‘আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া ‘আলা রিযক্বিকা আফতারতু’ মর্মে সমাজে যে দো‘আ চালু আছে সেটাও যঈফ (যঈফ আবুদাঊদ হা/২৩৫৮; মিশকাত হা/১৯৯৪)। অতএব ইফতারের সময় সাধারণ দো‘আ হিসাবে ‘বিসমিল্লাহ’ বলাই উচিত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন