প্রশ্ন : জনৈক বক্তা বলেন, ‘আসুন! পবিত্র
কুরআন ও ছহীহ হাদীছের আলোকে জীবন গড়ি’ একথা বলা যাবে না। কারণ শুধু ছহীহ হাদীছ দ্বারা
মুসলিমগণ জীবন ধারণ করতে পারবে না। যেমন ফজরের আযানে ‘আছ ছালাতু খায়রুম মিনান্নাউম’
বলার হাদীছ যঈফ। উক্ত দাবী কি সঠিক?
উত্তর : উক্ত দাবী সঠিক নয়। মানুষকে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের দিকেই আহবান করতে হবে এবং এর মাধ্যমেই যাবতীয় সমাধান সম্ভব। ‘আছছালাতু খায়রুম মিনান্নাউম’ বলার হাদীছটি ছহীহ। শায়খ আলবানী (রহঃ) উক্ত হাদীছকে ছহীহ বলেছেন (আবুদাঊদ হা/৫০০, ৫০১, ৫০৪; নাসাঈ হা/৬৩৩, ৬৪৭; ইবনু মাজাহ হা/৭১৬; মিশকাত হা/৬৪৫)। তবে তিরমিযী ও ইবনু মাজাহতে হাদীছটি যে সনদে বর্ণিত হয়েছে, সেটি যঈফ (তিরমিযী হা/১৯৮; ইবনু মাজাহ হা/৭০৭)।
উত্তর : উক্ত দাবী সঠিক নয়। মানুষকে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের দিকেই আহবান করতে হবে এবং এর মাধ্যমেই যাবতীয় সমাধান সম্ভব। ‘আছছালাতু খায়রুম মিনান্নাউম’ বলার হাদীছটি ছহীহ। শায়খ আলবানী (রহঃ) উক্ত হাদীছকে ছহীহ বলেছেন (আবুদাঊদ হা/৫০০, ৫০১, ৫০৪; নাসাঈ হা/৬৩৩, ৬৪৭; ইবনু মাজাহ হা/৭১৬; মিশকাত হা/৬৪৫)। তবে তিরমিযী ও ইবনু মাজাহতে হাদীছটি যে সনদে বর্ণিত হয়েছে, সেটি যঈফ (তিরমিযী হা/১৯৮; ইবনু মাজাহ হা/৭০৭)।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন