প্রশ্ন : জনৈক আলেম বলেন, যে ব্যক্তি
‘লা ইলাহা ইল্লাল্লাহ’ একবার বলবে, তার ৪ হাযার পাপ মাফ হয়ে যাবে। যতবার বলবে ততবার
৪ হাযার পাপ মাফ হয়ে যাবে। তার পাপ না থাকলে তার স্ত্রীর, তারপর তার মেয়ের পাপ মাফ
হবে। উক্ত কথা কি সঠিক?
উত্তর : উক্ত
মর্মে ছহীহ কোন দলীল পাওয়া যায় না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন