প্রশ্নঃ :
মুসলমানের পোষাক কেমন হবে? পুরুষ ব্যক্তি লাল পোষাক পরতে পারে কি?
উত্তর : পোষাকের জন্য চারটি মূলনীতি রয়েছে। যথা- (১) পোষাক পরিধানের উদ্দেশ্য হবে দেহকে ভালভাবে ঢেকে রাখা, যাতে লজ্জাস্থান সমূহ অন্যের চোখে প্রকট হয়ে না ওঠে (২) ভিতরে-বাইরে তাক্বওয়াশীল হওয়া (৩) অমুসলিমদের সাদৃশ্য না হওয়া (৪) অপচয় ও অহংকার প্রকাশ না পাওয়া। এজন্য পুরুষ যেন সোনা ও রেশম পরিধান না করে এবং টাখনুর নীচে কাপড় না রাখে (ছালাতুর রাসূল (ছাঃ) পৃঃ ৩৬-৩৭)। হজ্জের ইহরাম ব্যতীত অন্য সময় লাল রংয়ের পোষাক পরা যাবে (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৫৭৮৩ ‘ফাযায়েল ও শামায়েল’ অধ্যায় ২ অনুচ্ছেদ)। তবে সাদা পোষাক হ’ল সবচেয়ে পসন্দনীয় পোষাক। সাদা পোষাক পরতে আল্লাহর রাসূল (ছাঃ) নির্দেশ দিয়েছেন (ইবনু মাজাহ, মিশকাত হা/৪৩৩৭ ‘পোষাক’ অধ্যায়)।
উত্তর : পোষাকের জন্য চারটি মূলনীতি রয়েছে। যথা- (১) পোষাক পরিধানের উদ্দেশ্য হবে দেহকে ভালভাবে ঢেকে রাখা, যাতে লজ্জাস্থান সমূহ অন্যের চোখে প্রকট হয়ে না ওঠে (২) ভিতরে-বাইরে তাক্বওয়াশীল হওয়া (৩) অমুসলিমদের সাদৃশ্য না হওয়া (৪) অপচয় ও অহংকার প্রকাশ না পাওয়া। এজন্য পুরুষ যেন সোনা ও রেশম পরিধান না করে এবং টাখনুর নীচে কাপড় না রাখে (ছালাতুর রাসূল (ছাঃ) পৃঃ ৩৬-৩৭)। হজ্জের ইহরাম ব্যতীত অন্য সময় লাল রংয়ের পোষাক পরা যাবে (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৫৭৮৩ ‘ফাযায়েল ও শামায়েল’ অধ্যায় ২ অনুচ্ছেদ)। তবে সাদা পোষাক হ’ল সবচেয়ে পসন্দনীয় পোষাক। সাদা পোষাক পরতে আল্লাহর রাসূল (ছাঃ) নির্দেশ দিয়েছেন (ইবনু মাজাহ, মিশকাত হা/৪৩৩৭ ‘পোষাক’ অধ্যায়)।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন