প্রশ্ন : ইরি মৌসুমে আমার ধান হয় ২০
বস্তা, যার মূল্য প্রায় ২০ হাযার টাকা। আমার ঋণ আছে ৪০ হাযার টাকা। এক্ষণে ওশর দেওয়া
উত্তম, না ঋণ পরিশোধ করা উত্তম?
উত্তর : ওশর হচ্ছে ফসলের যাকাত। অতএব ফসল যদি নিছাব পরিমাণ হয়, তাহ’লে ওশর বের করতে হবে। (আন‘আম ১৪১; তিরমিযী হা/৬২৬)। ওশর আদায় করে বাকী টাকা দিয়ে ঋণ পরিশোধ করা যাবে। তবে উক্ত ধান বা গম উৎপাদন বাবদ যদি ঋণ হয়ে থাকে, তাহ’লে আগে ঋণ পরিশোধ করে নিছাব পরিমাণ থাকলে তার ওশর প্রদান করতে হবে।
উত্তর : ওশর হচ্ছে ফসলের যাকাত। অতএব ফসল যদি নিছাব পরিমাণ হয়, তাহ’লে ওশর বের করতে হবে। (আন‘আম ১৪১; তিরমিযী হা/৬২৬)। ওশর আদায় করে বাকী টাকা দিয়ে ঋণ পরিশোধ করা যাবে। তবে উক্ত ধান বা গম উৎপাদন বাবদ যদি ঋণ হয়ে থাকে, তাহ’লে আগে ঋণ পরিশোধ করে নিছাব পরিমাণ থাকলে তার ওশর প্রদান করতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন