মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১১

যে মাঠে গরু, ছাগল চরে সে মাঠে ঈদের ছালাত


প্রশ্ন  : যে মাঠে গরু, ছাগল চরে সে মাঠে ঈদের ছালাত আদায় করা সিদ্ধ হবে কি?

উত্তর : গোচারণ ভূমিতে ছালাত আদায় করা যাবে (তিরমিযী, মিশকাত হা/৭৩৯, ইরওয়াউল গালীল হা/৭৭)। রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, যমীন সর্বত্রই মসজিদ, কবরস্থান ও গোসলখানা ব্যতীত
(আবুদাঊদ, তিরমিযী ও দারেমী, মিশকাত হা/৭৩৭)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন