রবিবার, ১৩ নভেম্বর, ২০১১

আরাফায় অবস্থানকালে জাবালে রহমত দর্শন করে দো‘আ

প্রশ্ন  : আরাফায় অবস্থানকালে জাবালে রহমত দর্শন করে দো‘আ করার সময় পাহাড়কে ক্বিবলা করা যাবে কি? দম দেওয়ার অর্থ কি?
 
উত্তর : রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, আরাফার ময়দানের সকল স্থানই হাজীগণের অবস্থানস্থল (মুসলিম, মিশকাত হা/২৫৯৩)। অতএব আরাফার যেকোন স্থান হ’তে ক্বিবলামুখী হয়ে দো‘আ করতে হবে। এক্ষেত্রে জাবালে রহমতকে ক্বিবলার দিকে রাখা শর্ত নয় এবং তা কুরআন ও ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত নয়।
দম অর্থ- হজ্জের কোন ওয়াজিব তরক করলে কাফফারা স্বরূপ একটি পশু কুরবানী করা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন