প্রশ্ন : কোন ব্যক্তি ঋণ রেখে মারা গেলে তার ওয়ারিছগণ যদি তা পরিশোধ না করে,
তাহ’লে মৃত ব্যক্তি কি দায়ী হবে? না ওয়ারিছগণ অপরাধী সাব্যস্ত
হবে?
উত্তর : প্রত্যেক ঋণগ্রস্ত ব্যক্তির জন্য উচিত মৃত্যু আসার পূর্বে ঋণ পরিশোধ করা এবং উপায় না থাকলে ওয়ারিছগণকে সে ব্যাপারে অছিয়ত করে যাওয়া। অন্যথায় তার আত্মা ঝুলন্ত থাকবে। এসব ব্যক্তির জানাযার ছালাত রাসূল (ছাঃ) পড়াননি (আহমাদ, তিরমিযী, বুলূগুল মারাম হা/৫২৯)। ঋণের ব্যাপারে ঋণগ্রস্ত ব্যক্তি যদি উপরোক্ত ব্যবস্থা গ্রহণ না করে যায় তাহ’লে সে দায়ী থাকবে। পক্ষান্তরে ওয়ারিছগণ যদি তার ঋণ পরিশোধ না করে তাহ’লে তারা অপরাধী হবে। মৃতের পরিত্যক্ত সম্পদ দিয়ে নিম্নোক্ত কাজ করতে হবে।
(ক) তার মাল থেকে সর্বপ্রথমে দাফন-কাফনের ব্যবস্থা করতে হবে। (খ) এরপর ঋণ পরিশোধ করতে হবে (গ) অছিয়ত পুরা করতে হবে। তবে অছিয়ত যেন ১/৩ অংশ সম্পদের বেশী না হয় (ঘ) অতঃপর অবশিষ্ট সম্পদ ওয়ারিছগণের মধ্যে তাদের অংশ মোতাবেক বণ্টন হবে।
উত্তর : প্রত্যেক ঋণগ্রস্ত ব্যক্তির জন্য উচিত মৃত্যু আসার পূর্বে ঋণ পরিশোধ করা এবং উপায় না থাকলে ওয়ারিছগণকে সে ব্যাপারে অছিয়ত করে যাওয়া। অন্যথায় তার আত্মা ঝুলন্ত থাকবে। এসব ব্যক্তির জানাযার ছালাত রাসূল (ছাঃ) পড়াননি (আহমাদ, তিরমিযী, বুলূগুল মারাম হা/৫২৯)। ঋণের ব্যাপারে ঋণগ্রস্ত ব্যক্তি যদি উপরোক্ত ব্যবস্থা গ্রহণ না করে যায় তাহ’লে সে দায়ী থাকবে। পক্ষান্তরে ওয়ারিছগণ যদি তার ঋণ পরিশোধ না করে তাহ’লে তারা অপরাধী হবে। মৃতের পরিত্যক্ত সম্পদ দিয়ে নিম্নোক্ত কাজ করতে হবে।
(ক) তার মাল থেকে সর্বপ্রথমে দাফন-কাফনের ব্যবস্থা করতে হবে। (খ) এরপর ঋণ পরিশোধ করতে হবে (গ) অছিয়ত পুরা করতে হবে। তবে অছিয়ত যেন ১/৩ অংশ সম্পদের বেশী না হয় (ঘ) অতঃপর অবশিষ্ট সম্পদ ওয়ারিছগণের মধ্যে তাদের অংশ মোতাবেক বণ্টন হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন