প্রশ্ন : শায়খ উছায়মীন বলেন, ইকামতের
জবাব না দেওয়াই ভাল। অন্যদিকে ছালাতুর রাসূল (ছাঃ)-এ বলা হয়েছে, ইক্বামতের জবাব দিতে
হবে। কোনটি সঠিক?
উত্তর : হাদীছে
আযান ও ইক্বামত উভয়কে আযান বলা হয়েছে। সেকারণ মুওয়াযযিন যা বলবে, মুক্তাদীও তাই বলবে।
অতএব ‘ছালাতুর রাসূল (ছাঃ)’-এর বক্তব্য সঠিক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন