সোমবার, ২১ নভেম্বর, ২০১১

যয়নব, আসমা, উম্মে কুলছূম রাসূল (ছাঃ)-এর কোন স্ত্রীর


প্রশ্ন  : যয়নব, আসমা, উম্মে কুলছূম রাসূল (ছাঃ)-এর কোন স্ত্রীর মেয়ে? ওছমান (রাঃ)-এর সাথে কোন দুই মেয়ের বিবাহ হয়েছিল?
 
উত্তর : রাসূলুল্লাহ (ছাঃ)-এর সন্তানাদির মধ্যে ইবরাহীম ছাড়া বাকী ছয় সন্তান খাদীজা (রাঃ)-এর গর্ভে জন্মলাভ করেন। তিন পুত্রের কেউ জীবিত ছিলেন না। তবে চার কন্যার সকলেই জীবিত ছিলেন। তাঁদের নাম হ
ল যথাক্রমে- যয়নব, রোক্বাইয়া, উম্মে কুলছূম এবং ফাতেমা (রাঃ)। প্রশ্নে বর্ণিত আসমা নামে রাসূল (ছাঃ)-এর কোন কন্যা সন্তান ছিল না। ওছমান (রাঃ)-এর সাথে রোক্বাইয়া (রাঃ)-এর বিবাহ হয়েছিল এবং তার মৃত্যুর পর রাসূল (ছাঃ)-এর অপর কন্যা উম্মে কুলছূম (রাঃ)-এর বিবাহ হয়েছিল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন