প্রশ্ন : পবিত্র কুরআন ৩০ পারা না ৯০ পারা?
উত্তর: পবিত্র কুরআন ৩০ পারা। যা আল্লাহ তা‘আলা রাসূলুল্লাহ (ছা:)-এর উপর জিবরীল (আ:)-এর মাধ্যমে নাযিল করেছেন। এর শুরু সূরা ফাতিহা দিয়ে এবং শেষ সূরা নাস দিয়ে। এ কুরআনকেই আল্লাহ হেফাযত করবেন বলে ঘোষণা দিয়েছেন (হিজর ৯)। কোন কোন অমুসলিম ও ভ্রান্ত ফের্কার লোকেরা কুরআনকে কম-বেশী বলে মন্তব্য করে থাকে। এদের চক্রান্ত থেকে সাবধান থাকা উচিত।
উত্তর: পবিত্র কুরআন ৩০ পারা। যা আল্লাহ তা‘আলা রাসূলুল্লাহ (ছা:)-এর উপর জিবরীল (আ:)-এর মাধ্যমে নাযিল করেছেন। এর শুরু সূরা ফাতিহা দিয়ে এবং শেষ সূরা নাস দিয়ে। এ কুরআনকেই আল্লাহ হেফাযত করবেন বলে ঘোষণা দিয়েছেন (হিজর ৯)। কোন কোন অমুসলিম ও ভ্রান্ত ফের্কার লোকেরা কুরআনকে কম-বেশী বলে মন্তব্য করে থাকে। এদের চক্রান্ত থেকে সাবধান থাকা উচিত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন