বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১১

মক্কার বাসিন্দারা হজ্জ করার সময় আরাফা

প্রশ্ন  : মক্কার বাসিন্দারা হজ্জ করার সময় আরাফা ও মুযদালিফায় ছালাত ক্বছর ও জমা করেন। অথচ তারা মুসাফির নন। ইমামও তাই করেন। তিনিও মক্কার বাসিন্দা। অথচ বাংলাদেশের হাজীগণ সেখানে গিয়ে ক্বছরও করেন না, জমাও করেন না। এর কারণ কি?

উত্তর : বাংলাদেশী হাজীরা ক্বছর ও জমা না করে ভুল করেন। অথচ সফর অবস্থায় ছালাত ক্বছর ও জমা করাই সুন্নাত। তারা অবজ্ঞা করে সুন্নাতকে প্রত্যাখ্যান করেন (আবুদাঊদ হা/১৯২৬; ছহীহ নাসাঈ হা/১৪৩৩; তিরমিযী হা/৫৫৩)। তবে মুক্বীম ইমামের পিছনে ছালাত আদায় করলে পূর্ণ ছালাত আদায় করবে (ইরওয়াউল গালীল হা/৫৭১)। আর মক্কার বাসিন্দারা যখন মিনার উদ্দেশ্যে বের হয়, তখন তারা হজ্জের সফরের নিয়তে বের হয়। তাই তারাও মুসাফির হিসাবে মিনা, আরাফা ও মুযদালিফায় ক্বছর করে (ছহীহ আবুদাঊদ হা/১৯৬৫)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন