প্রশ্ন : মসজিদের ভিতরের অংশ উঁচু এবং বারান্দা অংশ নীচু। এতে ছালাতের কোন সমস্যা হবে কি?
উত্তর: সমস্যা হবে না। তবে ইমাম একাকী উপরে দাঁড়াতে পারবেন না। একদা আম্মার ইবনে ইয়াসির (রা:) একাকী উপরে দাঁড়িয়ে ইমামতি করছিলেন। হুযায়ফা (রা:) তাঁকে পিছন থেকে ধরে টেনে সমতল যমীনে নামিয়ে দেন এবং বলেন, আপনি শুনেননি, রাসূল (ছা:) বলেছেন, ইমাম যেন মুক্তাদী হ’তে উঁচু স্থানে না দাঁড়ায় (আবুদাঊদ হা/৫৯৭)।
উত্তর: সমস্যা হবে না। তবে ইমাম একাকী উপরে দাঁড়াতে পারবেন না। একদা আম্মার ইবনে ইয়াসির (রা:) একাকী উপরে দাঁড়িয়ে ইমামতি করছিলেন। হুযায়ফা (রা:) তাঁকে পিছন থেকে ধরে টেনে সমতল যমীনে নামিয়ে দেন এবং বলেন, আপনি শুনেননি, রাসূল (ছা:) বলেছেন, ইমাম যেন মুক্তাদী হ’তে উঁচু স্থানে না দাঁড়ায় (আবুদাঊদ হা/৫৯৭)।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন