শনিবার, ২৫ জুন, ২০১১

চার রাক‘আত অথবা তিন রাক‘আত বিশিষ্ট ছালাতের


প্রশ্ন : চার রাকআত অথবা তিন রাকআত বিশিষ্ট ছালাতের শেষ দুরাকআতে কিংবা এক রাকআতে শুধু সূরা ফাতিহা পড়তে হয় কেন?

উত্তর: একটি সূরা পড়ার কারণ হ
ল রাসূলুল্লাহ (ছা:) একটি সূরা পড়তেন। তিনি ফরয ছালাতের প্রথম দুরাকআতে সূরা ফাতিহার সাথে অন্য দুটি সূরা পড়তেন। আর শেষ দুরাকআতে শুধু সূরা ফাতিহা পড়তেন (বুখারী, মুসলিম, মিশকাত হা/৮২৮)। ইবাদত হল তাওক্বীফী। যাতে কমবেশী করার বা কারণ জানার এখতিয়ার উম্মতের নেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন