বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১১

আলু উৎপাদন করে বা ক্রয় করে হিমাগারে সাত আট মাস


প্রশ্ন  : আলু উৎপাদন করে বা ক্রয় করে হিমাগারে সাত আট মাস রাখা যাবে কি?

উত্তর : নিজের উৎপাদিত বা বাজার থেকে ক্রয়কৃত আলু ব্যবসা বা নিজের ব্যবহারের উদ্দেশ্যে হিমাগারে দীর্ঘদিন রাখলে তাতে কোন দোষ নেই (ফতহুল বারী, পৃঃ ৯/৫০৪, তুহফাতুল আহওয়াযী, পৃঃ ৪/৪০৪)। রাসূল (ছাঃ) নিজের পরিবারের জন্য এক বছরের খাদ্য মজুদ রেখেছেন (বুখারী হা/৫৩৫৭)। এতে অতিরিক্ত খাদ্যবস্তু মজুদ রাখা সম্ভব হয়, যা পরবর্তীতে প্রয়োজনমত ব্যবহার বা বাজারে যোগান দেওয়া সম্ভব হয়। তবে ব্যবসার জন্য মজুদ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন বাজারে সে খাদ্যবস্ত্তর সংকট না থাকে। যদি ফটকাবাজারি বা বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে মুনাফাখোরীর উদ্দেশ্যে মজুদ করা হয় তবে অবশ্যই তা অপরাধ হবে। রাসূল (ছাঃ) বলেন, যে ব্যক্তি মজুদদারী করে সে পাপী (মুসলিম, মিশকাত হা/২৮৯২)। বর্তমানে ব্যবসায়ীরা পরিকল্পিতভাবে বাজারমূল্য বৃদ্ধির উদ্দেশ্যে যে মজুদদারী করে, তা থেকে আল্লাহভীরু মুসলিম ব্যবসায়ীকে অবশ্যই বিরত থাকতে হবে। রাসূল (ছাঃ) বলেন, ব্যবসায়ীরা ক্বিয়ামতের দিন পাপী হিসাবে উত্থিত হবে; কেবল তারা ব্যতীত যারা আল্লাহকে ভয় করে, সৎকর্ম করে এবং ছাদাক্বা করে (তিরমিযী, ইবনু মাজাহ, সনদ হাসান, সিলসিলা ছহীহাহ হা/৯৯৪)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন