মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১১

আমাদের মসজিদের খত্বীব বলেছেন,


প্রশ্ন  : আমাদের মসজিদের খত্বীব বলেছেন, ফজরের আযানের পর ২ রাক‘আত দুখূলুল মসজিদ ও ২ রাক‘আত সুন্নাত ছালাত ছাড়া অন্য কোন ছালাত পড়া যাবে না। এ বক্তব্য কি সঠিক?

উত্তর : যারা রাত্রির ছালাতে অভ্যস্ত তারা ফজর উদিত হওয়ার পূর্বে তাহাজ্জুদ ও বিতর ছালাত আদায় করবেন। (তিরমিযী হা/৪৬৬)। তবে ভুলক্রমে বা ঘুমের কারণে উক্ত সময়ে  উঠতে না পারলে যখন মনে হবে বা ঘুম থেকে জেগে উঠবেন তখন পড়ে নিবেন। যদিও তা আযানের পর জামা‘আত শুরু হওয়ার আগে হয় (তিরমিযী হা/৪৬৪; তুহফাতুল আহওয়াযী ২/৪৬৬ পৃঃ; মিশকাত হা/১২৭৯)। সুতরাং উক্ত বক্তব্য সঠিক নয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন