শনিবার, ২৫ জুন, ২০১১

ছালাতের মধ্যে প্রথম রাক‘আতে এবং তৃতীয় রাক‘আতে


প্রশ্ন : ছালাতের মধ্যে প্রথম রাকআতে এবং তৃতীয় রাকআতে সিজদার পর দাঁড়ানোর জন্য তাড়াতাড়ি উঠতে হবে না একটু থেমে উঠতে হবে?

উত্তর: একটু থেমে উঠতে হবে। একে
জালসায়ে ইস্তিরাহাত বলা হয়। মালিক ইবনে হুওয়াইরিছ (রা:) বলেন, তিনি রাসূলুল্লাহ (ছা:)-কে ছালাত আদায় করতে দেখেছেন যে, নবী করীম (ছা:) তাঁর ছালাতের প্রথম রাকআত কিংবা তৃতীয় রাকআত হতে উঠার সময় কিছুক্ষণ না বসে উঠতেন না (বুখারী, মিশকাত হা/৭৯৬)। হাঁটুর উপর ভর দিয়ে তীরের মত এক টানে উঠে যাওয়ার হাদীছ জাল (সিলসিলা যঈফাহ হা/৫৬২)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন