প্রশ্ন : জনৈকা মহিলা তালাকপ্রাপ্তা হওয়ার ৪/৫ মাস পর অন্যত্র বিবাহ হয়। বিবাহের এক মাস পর সন্তান হয়। এ সন্তান কোন পক্ষের হবে জানিয়ে বাধিত করবেন।
উত্তর : উক্ত সন্তান পূর্বের স্বামীর হবে। কারণ পরের বিবাহ বৈধ হয়নি। সন্তান পেটে থাকা অবস্থায় অন্যত্র বিবাহ জায়েয নয়। আল্লাহ তা‘আলা বলেন, ‘যার পেটে সন্তান থাকে তার ইদ্দতের সময়সীমা হ’ল সন্তান প্রসব হওয়া পর্যন্ত’ (তালাক ৪)। সুবাই‘আ বিনতে হারেছ আসলামী (রাঃ) বলেন, সন্তান প্রসবের পর রাসূলুল্লাহ (ছাঃ) আমাকে অন্যত্র বিবাহের অনুমতি প্রদান করেন (ছহীহ আবুদাঊদ হা/২৩০৬)।
উত্তর : উক্ত সন্তান পূর্বের স্বামীর হবে। কারণ পরের বিবাহ বৈধ হয়নি। সন্তান পেটে থাকা অবস্থায় অন্যত্র বিবাহ জায়েয নয়। আল্লাহ তা‘আলা বলেন, ‘যার পেটে সন্তান থাকে তার ইদ্দতের সময়সীমা হ’ল সন্তান প্রসব হওয়া পর্যন্ত’ (তালাক ৪)। সুবাই‘আ বিনতে হারেছ আসলামী (রাঃ) বলেন, সন্তান প্রসবের পর রাসূলুল্লাহ (ছাঃ) আমাকে অন্যত্র বিবাহের অনুমতি প্রদান করেন (ছহীহ আবুদাঊদ হা/২৩০৬)।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন