শুক্রবার, ২৪ জুন, ২০১১

পিতা মারা গেছেন। তার উপর হজ্জ ফরয ছিল না।


প্রশ্ন : পিতা মারা গেছেন। তার উপর হজ্জ ফরয ছিল না। আমি কি তার পক্ষ থেকে হজ্জ করতে পারি?

উত্তর: মৃত পিতা-মাতার পক্ষ থেকে ছেলে হজ্জ করতে পারে। ইবনু আববাস (রা:) বলেন, একজন লোক নবী করীম (ছা:)-এর কাছে এসে বলল, আমার পিতার পক্ষ থেকে আমি হজ্জ করতে পারি কি? তিনি বললেন, হ্যাঁ। তুমি তোমার পিতার পক্ষ থেকে হজ্জ কর
(ইবনে মাজাহ হা/২৯০৪; তিরমিযী হা/৯২৮ ও ২৯; নাসাঈ হা/২৬৩৩)। রাসূলুল্লাহ (ছা:) বলেন, সন্তান হল পিতা-মাতার অর্জিত সম্পদের অন্তর্ভুক্ত (ত্বাবারানী আওসাত্ব, ছহীহুল জামে হা/৭১৬২)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন