শনিবার, ২৫ জুন, ২০১১

প্রায় তিন বছর যাবৎ আমার স্ত্রীর সাথে


প্রশ্ন : প্রায় তিন বছর যাবৎ আমার স্ত্রীর সাথে কোন যোগাযোগ নেই। সে আমার কাছ থেকে মোহরানা নিয়ে বিচ্ছিন্ন হয়ে যেতে চায়। এখন আমার জন্য করণীয় কী?

উত্তর: সংসারে ফিরে আসতে না চাইলে মোহরের দাবী ত্যাগ করে
খোলা-র মাধ্যমে স্ত্রী বিচ্ছিন্ন হয়ে যেতে পারে (নাসাঈ হা/৩৫১০)। বরং স্বামী পূর্বে মোহরানা পরিশোধ করে থাকলে তা ফেরত দিয়ে খোলা করে চলে যেতে হবে (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৩২৭৪)। অত:পর তার ইদ্দত হবে একমাস। কোন অবস্থায় বিষয়টি ঝুলিয়ে রাখা যাবে না। দ্রুত সুরাহা করা উচিত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন