শনিবার, ২৫ জুন, ২০১১

এটা কি শরী‘আত সম্মত?


প্রশ্ন : বরিশাল অঞ্চলে মানুষ মারা গেলে, জুমআর দিন মসজিদের মুছল্লীদেরকে জিলাপি দেয়া হয় এবং ইমামকে মৃতের জন্য দোআ করতে বলা হয়। তিনি ছালাত শেষে সকলকে নিয়ে দোআ করেন। এটা কি শরীআত সম্মত?

উত্তর: মৃত ব্যক্তির নামে জুম
আর দিন জিলাপি বিতরণ করা এবং সবাই মিলে তার জন্য উক্ত পদ্ধতিতে মুনাজাত করা যাবে না। কবরের পাশে গিয়ে অথবা যেকোন স্থান হতে মৃত ব্যক্তির জন্য একাকী হাত তুলে বা না তুলে দোআ করা যায় (মুসলিম হা/২২৫৫, ১/৩১৩ পৃ:; আবুদাঊদ, মিশকাত হা/১৩৩)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন