প্রশ্ন : অনেকের মুখে শুনা যায় যে, ছালাতের জন্য ওযূ করতে বসলে চার জন ফেরেশতা একটি চাদরের চার কোণা ধরে ওযূকারীর মাথার উপর ধরে রাখে। ওযূকারী চুপচাপ না থেকে পরপর চারটি কথা বললে ফেরেশতাগণ চাদর ছেড়ে দিয়ে চলে যান। এ বক্তব্য কি সত্য?
উত্তরঃ উক্ত বক্তব্য সঠিক নয়।
উত্তরঃ উক্ত বক্তব্য সঠিক নয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন