সোমবার, ৪ এপ্রিল, ২০১১

ইমাম রুকূতে যাওয়া অবস্থায় জামা‘আতে শরীক হ’লে


প্রশ্ন : ইমাম রুকূতে যাওয়া অবস্থায় জামা‘আতে শরীক হ’লে সূরা ফাতিহা পড়ে শরীক হ’তে হবে, না ইমাম যে অবস্থায় আছেন সে অবস্থায় শরীক হ’তে হবে?

উত্তরঃ ইমাম যে অবস্থায় থাকবেন সে অবস্থায় মুক্তাদী ছালাতে যোগদান করবে । সূরা ফাতিহা পড়ার প্রয়োজন নেই। কারণ রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, ... তোমরা যতটুকু পাবে ততটুকু (ইমামের সাথে) আদায় কর, আর যা ছুটে যাবে তা পূর্ণ কর
(বুখারী, মুসলিম, মিশকাত হা/৬৮৬)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন