বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০১১

ছালাত কখন ক্বছর করতে হয়?


প্রশ্ন : ছালাত কখন ক্বছর করতে হয়? ক্বছর করা ওয়াজিব না সুন্নাত? ছালাতে কছর না করলে গোনাহ হবে কি? রাসূল (ছা:) ও ছাহাবায়ে কেরাম কি কছর করতেন?

উত্তর: মুসাফির ব্যক্তি ছালাত কছর করবে (নিসা ১০১; ছহীহ মুসলিম হা/৬৯১; মিশকাত হা/১৩৩৭)। কিন্তু মুসাফির হয়ে মুক্বীম ইমামের পেছনে ছালাত আদায় করলে পূর্ণই পড়তে হবে (আহমাদ, ইরওয়াউল গালীল হা/৫৭১)। কছর করা ওয়াজিব নয় এবং কছর না করলে গুনাহও হবে না। তবে কছর করা উত্তম (মুসলিম, মিশকাত হা/১৩৩৫)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন