বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০১১

রুকূ‘ ও সিজদায় কত বার তাসবীহ পাঠ করতে হবে?


প্রশ্ন : রুকূ‘ ও সিজদায় কত বার তাসবীহ পাঠ করতে হবে?

উত্তরঃ সুবহা-না রবিবয়াল ‘আযীম ও সুবহা-না রবিবয়াল আ‘লা কম পক্ষে তিনবার বলবে (ইবনু মাজাহ হা/৮৮৮)। অন্য দো
আও পাঠ করা যাবে। বেশী বলার নির্ধারিত সংখ্যা নেই। কারণ রাসূলুল্লাহ (ছাঃ) কখনো কখনো দীর্ঘ সময় রুকূ ও সিজদাতে থাকতেন এবং দো‘আ সমূহ পাঠ করতেন (আবুদাঊদ হা/৮৭৪)। উল্লেখ্য, সর্বাধিক দশবার দো‘আ পাঠের হাদীছ যঈফ (যঈফ আবুদাঊদ হা/৮৮৮; মিশকাত হা/৮৮৩)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন