বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০১১

বুকে হাত বেঁধেই দো‘আ কুনূত পাঠ


প্রশ্ন : অনেকে বিতর ছালাতে বুকে হাত বেঁধেই দো‘আ কুনূত পাঠ করে। আবার কেউ কেউ দো‘আ শেষে দু’হাত মুখে মাসাহ করে। এগুলি কি হাদীছ সম্মত?

উত্তরঃ রুকূর পূর্বে ক্বিরাআত শেষে বুকে হাত বাঁধা অবস্থায় কুনূত পড়ার দলীল পাওয়া যায় না। একইভাবে ‘তাকবীরে তাহরীমা’র ন্যায় দু’হাত উঠিয়ে পুনরায় বুকে বাঁধারও কোন দলীল পাওয়া যায় না। তবে রুকুর আগে বা পরে উভয় অবস্থায় দু’হাত উঠিয়ে দো‘আয়ে কুনূত পড়ার দলীল পাওয়া যায় (মির‘আত ৪/২৯৯-৩০০; ইরওয়া ২/৭১ পৃঃ)। দো‘আ শেষে মুখ মাসাহ্ করার হাদীছ যঈফ (যঈফ আবুদাঊদ হা/১৪৮৫; বায়হাকী, মিশকাত হা/২২৫৫; ইরওয়া হা/৪৩৩)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন