প্রশ্ন : জনৈক বক্তা বলেন, নূহ (আঃ)-এর এক ছেলে সাগরে নামলে তার এক হাঁটু পানি হ’ত। সে সাগরে মাছ ধরে সূর্যের তাপে সিদ্ধ করে খেত।
উত্তরঃ উক্ত ঘটনা মিথ্যা। ঘটনাটি নূহ (আঃ)-এর ছেলের সাথে নয়; বরং মূসা (আঃ)-এর যুগের। ফেরাঊনের হাত থেকে নাজাত পাবার পর মূসা (আঃ) যখন ইহুদীদেরকে তাদের পিতৃভূমি ফিলিস্তীন দখলকারী মহাশক্তিধর আমালেক্বাদের বিরুদ্ধে জিহাদ করার হুকুম দেন এবং সেখানে বারো জন প্রতিনিধি পাঠান, তখন সেখানে গিয়ে তারা বিশালদেহী ও শক্তিশালী লোকদের দেখতে পান, যার মধ্যে একজন ব্যক্তি ছিল যার নাম আওজ ইবনে আনাক ইবনে আদম। তার দৈর্ঘ্য ছিল তিন হাযার তিনশত তেত্রিশ গজ এবং দেহের প্রস্থ ছিল তিন গজ। লাঠি দ্বারা আকাশের মেঘ থেকে বৃষ্টি নামিয়ে সে পানি পান করত। সাগরের মাছ ধরে সূর্যের তাপে সিদ্ধ করে খেত। তার বয়স ছিল তিন হাযার ছয় শত বছর। কেউ কেউ বলেন, মূসা (আঃ) আওজের টাখনুর নীচে রগের উপর মেরে তাকে নীল নদের উপর ফেলে দিয়েছিলেন। দেশবাসী তাকে এক বছর যাবৎ সেতু হিসাবে ব্যবহার করে (কুরতুবী ৬/৮৪; তাফসীর ইবনে কাছীর, মায়েদাহ ২২ নং আয়াত, আল-বিদায়া ওয়ান নিহায়াহ ১/৩৮৩)। মুফাসসিরগণ এ ঘটনাকে সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন।
উত্তরঃ উক্ত ঘটনা মিথ্যা। ঘটনাটি নূহ (আঃ)-এর ছেলের সাথে নয়; বরং মূসা (আঃ)-এর যুগের। ফেরাঊনের হাত থেকে নাজাত পাবার পর মূসা (আঃ) যখন ইহুদীদেরকে তাদের পিতৃভূমি ফিলিস্তীন দখলকারী মহাশক্তিধর আমালেক্বাদের বিরুদ্ধে জিহাদ করার হুকুম দেন এবং সেখানে বারো জন প্রতিনিধি পাঠান, তখন সেখানে গিয়ে তারা বিশালদেহী ও শক্তিশালী লোকদের দেখতে পান, যার মধ্যে একজন ব্যক্তি ছিল যার নাম আওজ ইবনে আনাক ইবনে আদম। তার দৈর্ঘ্য ছিল তিন হাযার তিনশত তেত্রিশ গজ এবং দেহের প্রস্থ ছিল তিন গজ। লাঠি দ্বারা আকাশের মেঘ থেকে বৃষ্টি নামিয়ে সে পানি পান করত। সাগরের মাছ ধরে সূর্যের তাপে সিদ্ধ করে খেত। তার বয়স ছিল তিন হাযার ছয় শত বছর। কেউ কেউ বলেন, মূসা (আঃ) আওজের টাখনুর নীচে রগের উপর মেরে তাকে নীল নদের উপর ফেলে দিয়েছিলেন। দেশবাসী তাকে এক বছর যাবৎ সেতু হিসাবে ব্যবহার করে (কুরতুবী ৬/৮৪; তাফসীর ইবনে কাছীর, মায়েদাহ ২২ নং আয়াত, আল-বিদায়া ওয়ান নিহায়াহ ১/৩৮৩)। মুফাসসিরগণ এ ঘটনাকে সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন